করোনায় মৃত্যুর হার তুলনামুলক কম বলে আত্মতুষ্টিতে না ভুগে সচেতনতা আরো বাড়ানোর পরামর্শ

- আপডেট সময় : ০২:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশে করোনায় মৃত্যুর হার তুলনামুলক কম বলে আত্মতুষ্টিতে না ভুগে সচেতনতা আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ । তিনি জানান, সামনের দিনগুলোতে ঝুঁকি আরো বেশি। জণগনকে ঘরে রাখতে প্রয়োজনে সরকারকে কারফিউর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে সরকারের পক্ষে সামাল দেয়া কঠিন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন ডা. এবিএম আব্দুল্লাহ। এসএটিভিকে এ সব জানান এই মেডিসিন বিশেষজ্ঞ।
গেল ৮মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেইসাথে বাড়ছে মৃতের সংখ্যাও। তবে আক্রান্তের চেয়ে মৃতের সংখ্যার হার কম হওয়ায় আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ।
করোনা থেকে মুক্তির পেতে সচেতনতার বিকল্প নেই। তাই বর্তমান পরিস্থিতিতে জণগনকে ঘরে রাখা প্রয়োজন বলেও মনে করেন তিনি। দেশে করোনা চিকিৎসা ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয় জানিয়ে ডা. আব্দুল্লাহ বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে কঠিন পরিস্থিতির মুখে পড়বে দেশ। এছাড়া করোনার ভবিষ্যত পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কিছু কার্যকরি পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন অধ্যাপক ডা. আব্দুল্লাহ।