করোনায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭৭ জন
- আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত তিন হাজার ৩০৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষায় নতুন করে দুই হাজার ৯৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জন। দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।
এসময় তিনি বলেন, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক চার তিন শতাংশ। এখন পর্যন্ত ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ। তিনি বলেন, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ জন এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ২ হাজার ৬০৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭০০ জন।
















