করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এক বছর পিছিয়েছে কোপা আমেরিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এক বছর পিছিয়েছে কোপা আমেরিকা। নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৭তম আসর।
এক বছর পেছানোর বিষয়টি নিশ্চিত করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা–কনমেবল। ১২ দলের অংশগ্রহনে দুই আযোজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনায় ১২ জুন থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এবারের আসর। তবে, করোনাভাইরাসের প্রভাবে, শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে না এবারের আসর। কোপা আমেরিকা স্থগিত করার বিষয়ে কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নিয়া হয়েছে।