কমতে শুরু করেছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে যমুনা নদীতে টানা এক সপ্তাহ পানি বৃদ্ধির পর এখন কমতে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ১৮ সেন্টিমিটার কমে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার যমুনা নদী বিধৌত কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন ভাবে ভাঙ্গন শুরু হয়েছে। নদী তীরবর্তী মানুষগুলো দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভাঙ্গন কবলিত এলাকায় বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।