কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

- আপডেট সময় : ০৩:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এসপ্তায় দেশী পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। আর নদীতে পানি কমের অজুহাতে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বেড়েছে সব ধরণের মাছের দাম। বেড়েছে কাঁচা সবজির দামও। আর মুদি পণ্য চড়া দামে বিক্রি হলেও এলাচের দাম এখনও বাড়তি।
এসপ্তায় দেশী পেঁয়াজে কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা; আর চায়না ৬০, পাকিস্তান ৮০ এবং মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। তবে এতেও স্বস্তি নেই ক্রেতাদের। এদিকে, শীতের ভরা মৌসুমেও কাঁচা সবজির দাম কিছুটা চড়া। সবধরনের সবজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি।নদীতে পানি কমের অজুহাতে সব ধরণের মাছের কেজিতে বাড়তি নেয়া হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।
মাংসের বাজার স্থিতিশীল থাকলেও ব্রায়লার মুরগী বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা কেজি। আর চড়া দামে মদি পণ্য বিক্রি হলেও গরম মশলা এবং সাদা এলাচ ৩ হাজার ৮’শ টাকা; আর কালো এলাচ বিক্রি হচ্ছে ১১’শ টাকা কেজি। এদিকে, গেল সপ্তার মতোই আছে সব ধরণের চালের দাম।