কফি ফেসওয়াশ কি সব ধরনের ত্বকের জন্য কার্যকর?
- আপডেট সময় : ০৬:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ২৪০০ বার পড়া হয়েছে
আমরা আমাদের ত্বকের যত্নে কোন উপাদান ব্যবহার করছি তা জানা খুবই গুরুত্বপূর্ণ। একটি উপাদান আপনার ত্বকে ভালো ফলাফল দিচ্ছে। কিন্তু সেই উপাদান আরেক জনের ত্বকের ক্ষতি করতে পারে। তাই আপনার ত্বকের ধরন অনুযায়ী পারফেক্ট উপাদান ব্যবহার করতে হবে।
কিন্তু অনেকেই বুঝতে পারেন না তাদের ত্বকের ধরন অনুযায়ী কোনটি পারফেক্ট উপাদান। আপনাদের সহজ সমাধানের জন্য ব্যবহার করতে পারেন লাফজ ক্যাফেইন ফোমিং ফেসওয়াশ। যা সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।
কেন লাফজ:
বাংলাদেশে লাফজ ব্র্যান্ডটি হালাল প্রোডাক্টের জন্য বেশ পরিচিত। প্রোডাক্ট গুলো প্যারাবেন, সালফেট এবং অনান্য ক্ষতিকর কেমিক্যাল থেকে মুক্ত। হালাল এবং কার্যকর উপাদান থাকায় কাস্টমারদের মতে প্রোডাক্ট গুলো বেশ ভালো ফলাফল দিচ্ছে। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং 100% ভেজিটেরিয়ান। ফলে সব ধরনের ত্বকের জন্য পারফেক্ট।
লাফজ ক্যাফেইন ফোমিং ফেসওয়াশের সম্পর্কে বিস্তারিত জেনে নিন:
১. ত্বকের ফ্রেশনেস ফিরিয়ে আনে: ফেসওয়াশটি অ্যারাবিকা কফি এক্সট্র্যাক্ট এবং এলো ভেরা সমৃদ্ধ। তাই প্রতি ওয়াশে আমাদের ত্বককে ফ্রেশনেস প্রোভাইড করে।
ফেসওয়াশটিতে আরো রয়েছে ইন-বিল্ট সিলিকন এপ্লিকেটর। যার মাধ্যমে ত্বকের ডীপ লেয়ার ক্লিন হয়, ডেড স্কিন সেলস্ দূর হয় এবং স্কিন-ড্যামেজও দূর হয়।
২. এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ: অ্যারাবিকা কফি, কোলাজেন প্রোডাকশন বুস্ট করে। তাতে আমাদের ত্বকের ফাইন-লাইন্স এবং ডালনেস দূর হয়। পাশাপাশি ত্বককে প্রাণবন্ত করে তোলে। এন্টি-অক্সিডেন্ট প্রোপার্টি, ইনফ্ল্যামেশন প্রিভেন্ট করে এবং ত্বকে আরও তারুণ্যের ভাব এনে দেয়।
৩. এলো ভেরার উপকারিতা: এলো ভেরা আমাদের ত্বককে হাইড্রেটেড রাখে। পাশাপাশি ডার্ক স্পট এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।
তাই আপনার ত্বককে হাইড্রেটেড এবং প্রাণবন্ত রাখতে অ্যারাবিকা কফি আর এলো ভেরার কম্বিনেশন সমৃদ্ধ লাফয ক্যাফেইন ফোমিং ফেসওয়াশই পারফেক্ট চয়েস।




















