কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
																
								
							
                                - আপডেট সময় : ০৬:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
 - / ১৭১৬ বার পড়া হয়েছে
 
পঞ্চগড়, নওগাঁ, দিনাজপুর, ঝিনাইদহ ও মানিকগঞ্জে ঘনকুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন।
পঞ্চগড়ে দিন দিন শীতের প্রকোপ বেড়েই চলছে। শহরের চেয়ে গ্রামাঞ্চলে ঠান্ডা বেশি। এতে দুর্ভোগে পড়েছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। আজ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁয় কুয়াশায় নাকাল হয়ে পড়েছে মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সাথে বইছে মৃদু শৈত্য প্রবাহ। এতে বেড়েছে শীতের তীব্রতা। আগামীতে আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঝিনাইদহে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। সকাল থেকে কুয়াশার কারণে দেখা মেলেনি সুর্যের। শীত ও কুয়াশা উপেক্ষা করে কাজে ছুটছে নিম্ন আয়ের মানুষ।
মানিকগঞ্জে অব্যাহত রয়েছে শৈত প্রবাহ। দিনের বেলায়ও ঠান্ডা বাতাস ও কনকনে শীত জেঁকে বসেছে। সন্ধ্যা রাত থেকেই প্রচন্ড কুয়াশা পড়া শুরু হয়।
																			
																		















