কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার জুয়েল আহমেদ ওরফে সবুজ নিহত

- আপডেট সময় : ১২:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় রেবের সাথে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার জুয়েল আহমেদ ওরফে সবুজ নিহত হয়েছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল আহমেদ ওরফে সবুজ শিশু আলিফ হত্যাকাণ্ডে পর থেকে পলাতক ছিলেন। এর আগে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়। রেব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাতে সিটি করপোরেশনের পূবাইল এলাকা থেকে জুয়েলের বন্ধু সাগরকে আটক করা হয়।পরে তার দেয়া তথ্যে নিজ বাড়ির ঝুটের গুদাম থেকে শিশু আলিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে গেল রবিবার দিবাগত রাতে কোনাবাড়ি এলাকায় জুয়েলকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে রেবকে লক্ষ্য করে গুলি চালায় জুয়েল। আত্মরক্ষার্থে রেব ও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন।ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। ২৯ এপ্রিল তার ৫ বছরের শিশু আলিফ হোসেনকে অপহরণ করে সাগর ও জুয়েল। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।