কণ্ঠরোধ করলে হলুদ সাংবাদিকতা বাড়বে, হুঁশিয়ারি সুশীল সমাজের

- আপডেট সময় : ০৮:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গণমাধ্যমের কণ্ঠরোধ করলে, হলুদ সাংবাদিকতা বাড়বে। এমন হুঁশিয়ারি দিয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতাকে প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানব বন্ধনে তিনি এ আহ্বান জানান। এসময় বিএফইউজের সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সব সাংবাদিককে ১৪ নভেম্বরের মধ্যে মুক্তি না দিলে, রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র একাংশের সভাপতি রুহল আমিন গাজীর মুক্তির দাবীতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সমিতি।
এসময় কারাগারে প্রাপ্য সুবিধা নিশ্চিতের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সব সাংবাদিকের মুক্তি দাবী করেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা শওকত মাহমুদ।
অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় তিনি বলেন, দেশের স্বার্থেই সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতাকে সরকারের উৎসাহিত করা উচিত।
অনুষ্ঠানের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে যাওয়া হয় তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতালে।