কঠোর বিধিনিষেধে রাজধানীর সড়কে জরুরি প্রয়োজনে অনুমোদিত যানবাহন চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টায় আরোপিত সবশেষ ‘কঠোর বিধিনিষেধের’ তৃতীয় দিন আজ রোববার।
সরেজমিনে দেখো যায়- রাজধানী ঢাকায় সড়কে জরুরি প্রয়োজনে অনুমোদিত যানবাহন চলছে। ইঞ্জিনচালিত কোন গণপরিবহন চোখে পড়েনি। মাঝেমাঝে রিকশার দেখা মিলছে। তবে হেঁটে সড়কে চলাচল করছেন অনেকে। চেকপোস্টগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মুখোমুখি পায়ে হেঁটে বের হওয়াদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ হতে দেখা গেছে। কিছুক্ষণ পরপরই রেব-পুলিশের পাশাপাশি সেনাবহিনী ও বিজিবি’র মোবাইল টহল লক্ষ্য করা গেছে। ৫ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। এসময় খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় আনার কথা বলেছে প্রশাসন। বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়।





















