কঠোর বিধিনিষেধে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা

- আপডেট সময় : ০৭:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষরা। ক্ষুধার যন্ত্রণায় অনেকটা অনাহার-অর্ধাহারে দিন পার করছেন তারা। তাই বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে আসছেন অনেকেই। বলছেন, হয় বিধিনিষেধ শিথিল করতে হবে, না হয় কর্ম পরিবেশ ফিরিয়ে দিতে হবে।
এমন ক্ষোভ…. ক্ষুধার যন্ত্রণার…….সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধে উপার্জন বন্ধ থাকায় অনাহার নয়তো অর্ধাহারে দিন কাটছে অনেকের। একটু খাবারের আশায় নিম্ন আয়ের মানুষেরা ঘুরছেন রাস্তায় রাস্তায়
দিন আনা, দিন খাওয়া মানুষগুলোর অভিযোগ- সরকারের যে ত্রাণ সহায়তা, তা অপ্রতুল।
রাস্তায় হকারিসহ ছোটছোট নানান পেশায় জড়িয়ে সংসার চলে অনেকের। তবে সেখানেও রয়েছে করোনার জন্য সুরক্ষার তৈরির বাধা।
নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে সরকারকে লকডাউন শিথিল করার দাবি অর্ধাহারে থাকা প্রায় নিথর প্রাণের। তারা রোজগার করেই খেতে চান। অসহায় এই মানুষগুলো তাদের কর্মের পরিবেশ ফিরিয়ে দেবার দাবি জানান।