কঠোর বিধিনিষেধে বিপাকে নিন্ম ও মধ্য আয়ের মানুষ

- আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রাজধানীর মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষ। দু’বেলা আহার ব্যবস্থা করাই কঠিন হয়ে দাড়িয়েছে তাদের জন্য। বিধিনিষেধের যাতাকলে আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় পড়েছেন শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ।
মোহাম্মদ জাহাঙ্গির…চাকুরী করতেন পোশাক কারখানায়। ভালভাবেই দিন কাটছিল তার। কিন্তু করোনার সংকটাকালে তা বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে।তাই বাধ্য হয়ে মাক্সবিক্রিতে নেমেছেন রাস্তায়।
শুধু জাহাঙ্গির নয়, তার মতো নুরুল হোসেনও এক সময় চাকুরী করতে চুয়েটার কারখানায়।পরিবার নিয়ে বেশ ভালই দিন যাচ্ছে তার। কিন্তু করোনার আগ্রাসনে তাও বন্ধ হয়ে যাওয়ায় বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় নেমেছেন পরিবারের আহার জোগাতে।
এছাড়া পাড়া মহল্লার দোকানীরাও আছেন বিপাকে। বিধিনিষেধে ক্রেতা কম…তাই আগের মতো বেচা-বিক্রি না হওয়ায় পরিবার-পরিজনের চাহিদা মেটানো এখন বড় দায় তাদের।
হোটেল-রেস্তোরা খোলা থাকলেও শুধু পার্সেল সার্ভিস চালু রয়েছে। যার কারণে দোকান ভাড়া-শ্রমিকদের বেতনসহ সামগ্রিক খরচ মেটাতে তারাও আছেন নিদারুন কষ্টে। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দাবি জানান।
চলমান বিধিনিষেধ আগামী ৫ আগস্টের পর সরকার তুলে নিবেন এমন প্রত্যাশা শ্রমজীবী মানুষের।