কখনো এসপি-ডিসি, কখনো আইনজীবী সেজে প্রতারণার অভিযোগে ২ জন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কখনো এসপি-ডিসি, কখনো আইনজীবী সেজে প্রতারণার অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের চান্দগাও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম ইউসুফ। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ নিয়ে বিভিন্ন ঘটনার ভুক্তভোগীদের ফোন করে ফাঁদে ফেলে টাকা আদায় করছে একটি চক্র। এমন অভিযোগে তদন্তে নেমে এই চক্রের খোঁজ পায় র্যাব। চক্রের প্রধান বেলাল হোসেন নিজেই ভুক্তভোগীদের ফোন করে বিচারের আশ্বাস অথবা ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিল। চক্রটি গত দেড় বছর ধরে সক্রিয় ছিল। প্রতিমাসে কমপক্ষে ২০ থেকে ২৫ জনকে তাদের প্রতারণার জালে ফাঁসাতো। অবশেষে বুধবার রাতে ফটিকছড়ির নাজিরহাট থেকে প্রতারক বেলাল ও তার দেহরক্ষীকে গ্রেফতার করে র্যাব।