কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর উদ্যোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, ১শ’টি ফানুস ও ১শ’ কবুতর উড়ানো এবং ১শ’ ছবির প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য নানা আয়োজন করা হবে আগামী ১০ জানুয়ারি। এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস- ১০ জানুয়ারি কক্সবাজারের সব আবাসিক হোটেলে পর্যটকদের জন্যে শতকরা ২৫ শতাংশ ভাড়া ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি দেশী-বিদেশী পর্যটকদের জন্য নানা সুযোগ-সুবিধাও বাড়িয়েছে জেলা প্রশাসন।