কক্সবাজার ও মৌলভীবাজারে দুই শীর্ষ ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতাসহ তিনজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার ও মৌলভীবাজারে দুই শীর্ষ ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে দুই শীর্ষ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এদের মধ্যে শহরের বাহারছড়া এলাকার মোহাম্মদ সায়েম ডালিম ছিলেন কক্সবাজারের অন্যতম পর্যটন উদ্যোক্তা এবং অন্যজন সানাউল্লাহও ব্যবসায়ী নেতা।
এদিকে, মৌলভীবাজার সদর উপজেলার আওয়ামী লীগ নেতা ও নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলেমান আহমদের করোনায় মৃত্যু হয়েছে। ক’দিন আগে স্ট্রোক করার পর তাকে সিলেট নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে এবং শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। গেলো রাতেই করোনার স্বাস্থ্যবিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



























