কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাপ্রধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য বাস্তবায়নাধীন বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
দুপুরে বিশেষ হেলিকপ্টারে সেনাপ্রধান খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছান। এ সময় প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন বিগ্রেডিয়ার জেনারেল মাসুদুর রহমান। সেনাপ্রধান বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুনে কাজ শেষ হবে। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কারণে শহরের সমিতি পাড়া ও কুতুবদিয়ায় আশ্রিত প্রায় ৫০ হাজার উদ্বাস্তুর জন্যে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি ৬২ লাখ টাকা। যেখানে স্থায়ীভাবে ঠাঁই পাবে ৩ হাজার ৮০৮ পরিবার।