কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে– নাফ নদীতে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে নাফ নদীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। টেকনাফ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দুপুরে নাফ নদীর টেকনাফের মৌলভাবাজার পয়েন্টে ভাসমান অবস্থায় তিন ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে। এদের মধ্যে তিনজনই পুরুষ। নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহতরা রোহিঙ্গা নাগরিক।
এদিকে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা ৫ মাস বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে পঞ্চসারের মিরেশ্বরাই এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।