ওয়াসার পানিতে করোনা ভাইরাসের কোনো জীবাণু ছিলো না : আইসিডিডিআরবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ওয়াসার পানিতে করোনা ভাইরাসের কোনো জীবাণু ছিলো না, এমনটাই জানিয়েছে আইসিডিডিআর’বি ও ঢাকা ওয়াসার একটি গবেষণা।
পানিতে করোনা জীবানু না থাকলেও অন্য রোগের জীবানু সম্পর্কে সচতন হবার পরামর্শ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিকেলে ওয়াসা ভবনে এক সেমিনারে একথা বলেন তিনি। ঢাকা ওয়াসা ও আইসিডিডিআর’বি এর আয়োজন করে। করোনা মহামারি কালীন আগষ্ট ২০২০ থেকে ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত ৬মাস অত্যাধুনিক পরিক্ষার মাধ্যমে দেয়া গিয়েছে ঢাকা ওয়াসার পানিতে কোনো প্রকার করোনা সংক্রামন জিবানু ছিলোনা। অনুষ্ঠানে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান জানান এশিয়ার মধ্যে ঢাকার পানি সবচে’ সুপেয়।