কিশোর মুন্না হত্যার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার
																
								
							
                                - আপডেট সময় : ০৮:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
 - / ১৬০২ বার পড়া হয়েছে
 
ওয়ারী থানা কিশোর মুন্না হত্যার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। সকালে ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার এর কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ।
তিনি বলেন, ৩১ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। পূর্ব শক্রতার জেরে মুন্নাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ডিসি ওয়ারী বলেন, ৩০ আগস্ট ২০২০ বিকাল ৫ টার দিকে ওয়ারী থানার চন্দ্রমোহন বসাক স্ট্রিটে মুন্না ও শাহিন কে কয়েকজন মিলে চাকু ও লোহার রড দিয়ে আঘাত করে । মুমূর্ঘ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আহত শাহিন গুরুতর অবস্থান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও সংকটাপন্ন। এই ঘটনায় মুন্নার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ৩১ আগস্ট ওয়ারী থানায় মামলা করেন। পরবর্তী সময়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের সনাক্ত করা হয়।
																			
																		














