ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলো ভারত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
 - / ১৬০৯ বার পড়া হয়েছে
 
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলো ভারত। স্বাগতিকদের ১০ উইকেটে হারালো সফরকারীরা।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ভারতের বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ৩১ রানে হারায় ৪ উইকেট। পরে আসা-যাওয়ার মিছিলে ৪০ ওভার ৩ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক রেজিস চাকাবভা। রিচার্ড নাগারভার ব্যাট থেকে আসে ৩৪ রান। জবাবে অপ্রতিরোধ্য ভারতীয় উদ্বোধনী জুটি। শিখর ধাওয়ান ও শুভমান গিলের ১৯২ রানের জুটিতে, সহজ জয় পায় সফরকারীরা। গিল ৮২ ও ধাওয়ান ৮১ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দীপক চাহার।
																			
																		
















