ওমানে একদিনের কোয়ারেন্টাইন শেষ বাংলাদেশ দলের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ওমানে একদিনের কোয়ারেন্টাইন শেষ বাংলাদেশ দলের। কোভিড নেগেটিভ হলেই আজ থেকে মুক্ত ক্রিকেটাররা।
আজই অনুশীলনে নামবে দল। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি। দেশে ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও দলগতভাবে অনুশীলনে নামা হয়নি পুরো দলের। মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা মাসকাটে অনুশীলনের পর আইসিসি অনুমোদিত দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে আরব আমিরাত যেতে হবে বাংলাদেশ দলকে। ১২ ও ১৪ অক্টোবর আবু ধাবিতে দুটি প্রস্ততি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১৭ অক্টোবর বাছাই পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।