ওমরাহ ও ভিজিট ভিসা বন্ধ করে দেয়ায় প্রায় এক লাখ হজ্জযাত্রী এবার সৌদি আরবে যেতে পারছেন না
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
সৌদি আরব হঠাৎ ওমরাহ ও ভিজিট ভিসা বন্ধ করে দেয়ায় প্রায় এক লাখ হজ্জযাত্রী এবার সৌদি আরবে যেতে পারছেন না। যারা এরই মধ্যে বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়েছেন, তা ফিরিয়ে দেয়ার নির্দেশনা থাকলেও এই টাকা কিভাবে দেয়া হবে তা নিয়েও ধোয়াশায় রয়েছে- এমন তথ্যই জানিয়েছে হাব। অন্যদিকে সৌদি আরব এখনো শ্রমিক ভিসা বন্ধ বা বিশেষ কোন নির্দেশনা নাদিলেও শ্রমবাজারেও এর প্রভাব পড়বে কিনা তা নিয়ে চিন্তায় আছেন বায়রা নেতারা। এস এ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সৌদি আরবের সাথে নিবিড়ভাবে কাজ করা দুই সংগঠনের নেতারা এমনটাই জানালেন।
সৌদি আরব বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র নগরী। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে তাই সারাবছরই মুখর থাকে মক্কা ও মদীনাহ।
করোনা ভাইরাসের কারনে এবার ওমরাহ হজ্জে যেতে পারছেন না অন্তত একলাখ মুসল্লী। এরই মধ্যে ভিসা ও বিমান টিকেট করে ক্ষতির মুখে পড়েছেন ১০ হাজার ওমরাহ যাত। এসব ধর্মপ্রাণ মুসুল্লীরা রয়েছেন অনিশ্চয়তায়।
যাদের ভিসা আছে, তাদের বিমান ভাড়া পুরোটা ফেরত পাওয়া এখনো অনিশ্চিত বলে জানান হাব সভাপতি।
এদিকে সাধারন যাত্রীদের ভিসা বন্ধ করায়, বিদেশে চাকরি নিয়ে যাওয়া কর্মীদের মধ্যেও তৈরি হয়েছে ভীতি ,যদিও বায়রা বলছে এখনো শংকার কিছু নেই।
তবে, আসছে গরমের মধ্যে এই দুর্যোগ কেটে গেলে শ্রমবাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বেনা, এমন প্রত্যাশা বায়রা কর্মকর্তাদের।

 
																			 
																		

























