ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে: ঢাবি শিক্ষক সমিতির সভাপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
সরকারের সাথে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতা নিজামুল হক ভূঁইয়া। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে শিক্ষক নেতা নিজামুল হক ভূঁইয়া বলেন, দু’পক্ষের মধ্যে ভাল আলোচনা হয়েছে। তবে ফেডারেশনে শিক্ষক নেতারা নিজেরা বৈঠক করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি। সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে আসছেন ।



























