ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে সঙ্কট মোকাবেলা কঠিন নয় : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে কোনো সঙ্কটই মোকাবেলা করা কঠিন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতিতে কখনোই আস্থা রাখেনি। তাদের রাজনৈতিক দর্শনই লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করা বলেও মন্তব্য করেন তিনি।
এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান সঙ্কট মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। পাহাড় সমান প্রতিবন্ধকতা ও অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। শুধু মেগাপ্রকল্প নয়, দেশের শতকরা ২৯ ভাগ পরিবারের মানুষ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় রয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণেই দেশের অর্থনৈতিক ভিত দুর্বল হয়ে পড়ে।