এ সরকারের অধীনে কোন ধর্মের মানুষই নিরাপদ নয় : গয়েশ্বর

- আপডেট সময় : ১০:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আওয়ামী সরকারের অধীনে দেশে কোন ধর্মের মানুষই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের খেসারত এই সরকারকে একদিন দিতে হবে বলেও জানান তিনি। আর দেশের পরিবেশ ধ্বংস করে বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানকে স্ববিরোধী বলে দাবি করেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
নিত্যপণ্যের উর্ধ্বগতির প্রতিবাদে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা জেলা বিএনপি।
এতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা।
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানান রুহুল করির রিজভী। পরিবেশ সুরক্ষায় সরকারের কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন তিনি।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতিতে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, দেশের সব ধর্মের মানুষই এই সরকারের আমলে নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ সরকারকে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানান তিনি।