এ আর রহমানের গানে নেচে ভাইরাল হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ক্যাম্পাসে ভারতের অস্কার জয়ী সংগীত পরিচারলক এ আর রহমানের ‘বারসো রে মেগা মেগা’ হিন্দি গানে নেচে ভাইরাল হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রী।
নাচের ভিডিওটি রোকসানা রহমান রিমি নামের ফেসবুক আইডি থেকে ভাইরাল হয়। বিশ্ববিদ্যালয়ের ড্যান্স ক্লাব ‘নৃত্যধারা’র আয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন লোকেশনে ধারণ করা হয় ভিডিওটি। লেখাপড়ার পাশাপাশি নৃত্য চর্চায় জেলার সাংস্কৃতিক অঙ্গণে বেশ প্রশংসা কুড়াচ্ছেন ওই শিক্ষার্থীরা। ক্লাবের প্রতিষ্ঠাতা রোকসানা রহমান রিমি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্রী। ওই নাচে আরও অংশ নিয়েছেন, শাহনাজ সুলতানা রুবি, মাইমুনা জীবন একান্ত, শাওলী ইসরাত, ইসরাত ফারজানা অপু, সুমাইয়া খান স্মিতি।