এহসান প্রিন্টার্সের সত্বাধিকারি কাজী ফরিদউদ্দিন আহমেদ বুলু আর নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
এহসান প্রিন্টার্সের মালিক- কাজী ফরিদউদ্দিন আহমেদ বুলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সকালে ঢাকার বনানীতে নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৫৬ বছর। দুপুরে শান্তিনগর ও বাদ জোহর বনানী চেয়ারম্যান বাড়ী জামে মসজিদে দ্বিতীয় দফা জানাজাশেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মরহুমের স্বজনরা জানান, সোমবার সকালে হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এসএ গ্রুপের সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রিন্টিং ব্যবসায় জড়িত ছিলেন।