এসএ গ্রুপের পরিচালক নুর নাহার বেগমের মৃত্যুকে শোকের ছায়া নেমে এসেছে তার বাবার বাড়ি লালখানবাজারে

- আপডেট সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
এসএটিভি ও এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের স্ত্রী এবং এসএ পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও এসএ গ্রুপের পরিচালক নুর নাহার বেগমের মৃত্যুকে শোকের ছায়া নেমে এসেছে তার বাবার বাড়ি চট্টগ্রামের লালখানবাজারে।
পরহেজগার মহিয়সী এই নারীর মৃত্যুর খবর প্রচার হলে সকাল থেকেই পাড়া প্রতিবেশীরা ভিড় জমান লালখান বাজারের বাড়িতে। মৃত্যু ও দাফন সংক্রান্ত খোজ খবর জানার পাশাপাশি মরহুমের স্মৃতিচারণ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। একই সঙ্গে তার মৃত্যুতে শোক জানান, এসএ গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। তারা বলেন, এসএ গ্রুপ অব কোম্পানীজের প্রতিটি কর্মীর কাছে মাতৃতুল্য এই মানুষটির মৃত্যুর মধ্যদিয়ে অন্যতম একজন অভিভাবককে হারালো এসএ গ্রুপ । রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয় তার। কিডনি সংক্রান্ত জটিলতায় গেল প্রায় দেড় বছর ধরে এই হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন তিনি।