এসএসএফের নিরাপত্তা পাবেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের খসড়া মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদন করা হয়েছে। ক্ষমতায় না থাকলেও নিরাপত্তা পাবেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। এ ছাড়াও বিদেশি মেহমানদেরও নিরাপত্তা দেবে এসএসএফ।
মন্ত্রিসভা বৈঠকশেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ১৯৮৬ সালের অধ্যাদেশকে আইনে পরিবর্তন করার জন্য আদালতের রায় হয়েছে। সেই রায় বাস্তবায়ন করতে গিয়ে নতুন আঙ্গিকে পরিবর্তন করা হয়েছে। এই আইনে নতুন করে যুক্ত করা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার পাশাপাশি বিদেশি গুরুত্বপূর্ণ মেহমানদের দৈহিক নিরাপত্তার বিষয়টি। জাতির পিতার পরিবারের সদস্যদেরও নিরাপত্তা দেবে বিশেষ এই বাহিনী। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেয় মন্ত্রিসভা।