এসএটিভি’র ফেনী প্রতিনিধি মাইনুল ইসলাম রাসেলকে হত্যার হুমকি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
এসএটিভি’র ফেনী প্রতিনিধি মাইনুল ইসলাম রাসেলকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার ঘটনায় গেলো রাতে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
এর আগে সোমবার বিকেলে তার মুঠোফোনে অপরিচিত এক ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। এতে করে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়। গত ৯ অক্টোবর এসএটিভি একটি সংবাদ প্রচারের সূত্র ধরেই এমন হুমকি দেয়া হয়। অভিযোগের ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফেনী মডেল থানার ওসি ওমর হায়দার।