এসএটিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে অসৎ উদ্দেশ্যে ব্লাকমেইল করার চেষ্টা

- আপডেট সময় : ১১:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
প্রেসবিজ্ঞপ্তি
এসএটিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেলকে রাজধানীর গুলশানে অসৎ উদ্দেশ্যে ব্লাকমেইলিং করার চেষ্টা করে ডিপ্লোমেটিক জোনে কর্মরত সার্জেন্ট জুবরিয়া সালাম
এসএটিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেলকে রাজধানীর গুলশানে অসৎ উদ্দেশ্যে ব্লাকমেইলিং করার চেষ্টা করে ডিপ্লোমেটিক জোনে কর্মরত সার্জেন্ট জুবরিয়া সালাম। বিকেল ৫টার দিকে গুলশান- ১ নম্বরে সড়কে অন্যায়ভাবে বেশ কয়েকবার গাড়ির গতিরোধ করার চেষ্টা করে। তখন গাড়ীটির চালক সার্জেন্ট জুবরিয়া সালাম ঢাকা মেট্রো গ-২৭-১০৩০ গাড়ি নিয়ে তিন বার গাড়ি ব্যরিকেড দেয়ার চেষ্টাও করে। এক পর্যায়ে এসএটিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গাড়ি নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে চলে আসেন। এ সময় সার্জেন্ট জুবরিয়া সালামও এসএটিভি কর্যালয়ে এসে গাড়ির ড্রাইভারের সঙ্গে অশোভন আচরণ করেন এবং উচ্চস্বরে বাক-বিতণ্ডায় লিপ্ত হন।
পরে এসএটিভি’র সাংবাদিক ও কলাকুশলিরা সার্জেন্ট জুবরিয়া সালামের অসংলগ্ন আচরণের বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং তার পরিচয় নিশ্চিত হতে গুলশান থানা পুলিশের একটি দল এসএটিভি কার্যালয়ে আসেন। এ বিষয়ে গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, সার্জেন্ট জুবরিয়া সালাম মাদকাসক্ত ছিলেন এবং এসএটিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা করা সহ মানহানি করার চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেন । সার্জেন্ট জুবরিয়া সালাম এসএটিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের জিপ গাড়ীটিকে অনুসরণ করে এসএটিভি’র প্রধান ফটকের সামনে এসে বাক বিতন্ডায় লিপ্ত হয় এবং হুমকি প্রদান করে তাঁকে তুলে নিয়ে যেতে চায়। পরবর্তীতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ আর. আই. ঘটনাটি অবগত হন। এর পর ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের আর. আই মো. আজিজুল ইসলাম এসে সার্জেন্ট জুবরিয়া সালামের এমন জঘন্য কর্মকান্ডের জন্য মুচলেকা দিয়ে তাকে নিয়ে যান।