এলিজাবেথ বর্নি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
এলিজাবেথ বর্নিকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর মধ্য দিয়ে ৩ দশকের বেশি সময় পর দেশটিতে কোন নারী সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন। এলিজাবেথ বর্নি বর্তমানে ফ্রান্সের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানায়। ৬১ বছর বয়সী এই নারী বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।গত এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে জয়ের পর ফরাসি সরকারে ব্যাপক রদবদলের গুঞ্জন ওঠে। এরই অংশ হিসেবে সরকারপ্রধানের পদে পরিবর্তন আনলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সে সর্বশেষ নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির
প্রধানমন্ত্রী ছিলেন।