এরশাদ হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে : আদেল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
 - / ১৬৪৭ বার পড়া হয়েছে
 
সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা। সকালে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সুচনা করেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি রশিদুল ইসলাম। পরে কয়েক শতাধিক প্রাক্তন ও অধ্যায়নরত শিক্ষার্থীদের একটি বর্নাঢ্য রেলী বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে মাগুরা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অতিথিদের বরণসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
																			
																		














