এমসি কলেগ ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
 - / ১৮৪৭ বার পড়া হয়েছে
 
সিলেট মুরারিচাঁদ কলেজের ছাত্রাবাসে দল বেঁধে তরুণী ধর্ষণ মামলার চার্জশিট আজ দাখিল করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৮ আসামির ডিএনএ রিপোর্টে কয়েকজন আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গত ২৫ শে সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ করে কয়েকজন। এ ঘটনায় ৬ জনসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
																			
																		














