এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন দুর্ঘটনায় নিহতের এক স্বজন। ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে, লঞ্চের দুই স্টাফ আত্মসমর্পন করতে হাজির হয়েছে।
লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে এই মামলা দায়ের করেন তিনি। হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে আদালতে করা রিটের শুনানি শেষে আগামী ২৭ জানুয়ারীর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা দেয়ারও নিদের্শনা দিয়েছে হাইকোর্ট। এছাড়াও এমভি অভিযান-১০ এর বিরুদ্ধ নৌ-আদালতে দায়ের করা মামলায় নৌ-আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তারা হলেন, মামলায় ৫ নং আসামি ইনচার্জ মাস্টার রিয়াজ সিকদার ও ২য় মাস্টার ৭নং আসামি মোহাম্মদ খলিলুর রহমান।
















