এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৭৪২ বার পড়া হয়েছে
এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার, ঢাকা মহানগরের হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন। অস্ত্র ও মাদক আইনে পৃথক দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন জানালে এই আদেশ দেয়া হয়। গত ২৯শে অক্টোবর, মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন দুই মামলায় ইরফান ও তার দেহরক্ষী জাহিদের সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে গত ২৯শে অক্টোবর মামলা তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন, দুই মামলায় ইরফান ও তার দেহরক্ষীকে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন।















