এমপি মমতাজ বেগমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

- আপডেট সময় : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ-২ আসনের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি তার ব্যক্তিগত গাড়ি ও অনুগত রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে ইউপি নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বেড়ান।
বৃহস্পতিবার নির্বাচন চলাকালে ব্যক্তিগত গাড়ি ও এক ডজনের বেশি দলীয় নেতাকর্মী নিয়ে ভোট কেন্দ্র চষে বেড়িয়েছেন তিনি। দুপুরে এমপি মমতাজ বেগম- চারিগ্রাম ইউনিয়নের ২৭ নম্বর চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন নিজের গাড়িতে। পরে তিনি ভোট কেন্দ্রের বুথের ভিতর গিয়ে পরিদর্শন করেন। তিনি ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে পোলিং এজেন্ট ও প্রার্থীর এজেন্টদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটগ্রহণ সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেওয়ান মোহাম্মদ রিপন হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।