এমএলএম কোম্পানির এমডি মোহাম্মদ নুরুল ইসলামসহ ৮ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
এমএলএম কোম্পানির নামে কোটি-কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এ-ওয়ান বাজার পাবলিক লিমিটেড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলামসহ ৮ জনকে আটক করেছে র্যাব।
বিকেলে ঢাকার মতিঝিলে কোম্পানীর অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-তিনের একটি দল।র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। লভ্যাংশের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয় এবং নুরুল ইসলামসহ আটজনকে আটক করে র্যাব।