এবার স্থগিত হলো আসন্ন টি-টুয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রভাবে এবার স্থগিত হলো আসন্ন টি-টুয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। ৩০ জুনের মধ্যে বাছাই পর্বের যেসব খেলা ছিল, সেগুলো স্থগিত করেছে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা– আইসিসি।
করোনা ভাইরাসের কারণে স্থবির অনিশ্চিত জনজীবনের প্রভাব পড়েছে ক্রীড়া বিশ্বেও। যার কারণে স্থগিত হয়ে গেছে অসংখ্য ক্রীড়া আসর। এবার সেই তালিকায় যোগ হলো ক্রিকেট বিশ্বকাপ বাছাইও। বাছাই পর্বের ম্যাচ স্হগিত করে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নতুন সময় ও তারিখ চূড়ান্ত করা হয়নি। নতুন সূচি নির্ধারিত হলে পরে তা জানিয়ে দেয়া হবে বলে জানায় ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। এছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ায় আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’ও পিছিয়ে দিয়েছে আইসিসি।