এবার বসছে না একুশে বইমেলা
- আপডেট সময় : ০২:১৫:০২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
এবার বসছে না একুশে বইমেলা। করোনার কারণে এবছর ভার্চুয়ালি আয়োজন করা হবে একুশে বইমেলার। শুক্রবার একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে বই মেলা ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে করোনা পরিস্থিতি উন্নতি হলে, পরে মেলার আয়োজন আগের মতোই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভার্চুয়ালি বইমেলা অনুষ্ঠিত হলেও করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বসিয়ে যেকোনো মাসে ‘অমর একুশে গ্রন্থমেলা’ হতে পারে বলে জানা গেছে।
১৯৭২ সালে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে স্বাধীন দেশে মুক্তধারার কর্ণধার চিত্তরঞ্জন সাহার উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলার যাত্রা শুরু হয়েছিল। পরে যুক্ত হন অন্য প্রকাশকরাও। ১৯৭৮ সালে বাংলা একাডেমি এতে যুক্ত হয়। ১৯৮৪ সালে সাড়ম্বরে শুরু হয় আজকের ‘অমর একুশে বইমেলা’। প্রতি বছর ১ ফেব্রুয়ারিতে শুরু হয়ে মাস জুড়ে চলে এ মেলা।



















