এবার ধামরাইয়েও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিপণী বিতানসহ সকল মার্কেট বন্ধ ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাভারের পর এবার ধামরাইয়েও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিপণী বিতানসহ সকল মার্কেট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার থেকে এ নির্দেশনা কার্যকর উল্লেখ করে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গেলো ১০ মে থেকে সীমিত পরিসরে উপজেলার বিপনী বিতানগুলো চালু করা হলেও ক্রেতা-বিক্রেতা কেউ সামাজিক দূরুত্ব নিশ্চিত না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় জরুরী বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি সবাইকে মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার এবং ওষুধের দোকান এর আওতামুক্ত থাকবে।