এবার ক্ষমতায় আসতে না পারলে দেশ অন্ধকারে চলে যেতো : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৮০ বার পড়া হয়েছে
এবার ক্ষমতায় আসতে না পারলে, গেলো ১৫ বছরের উন্নয়ন লুট হয়ে দেশ অন্ধকারে চলে যেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার জার্মানির মিউনিখে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন। নিজেরা সংগঠিত হতে না পেরে বিএনপি জনগণ ও আওয়ামী লীগকে দোষ দিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ।
জার্মানি সফরে শুক্রবার দিনের শেষ কর্মসূচিতে দেশটি বাংলাদেশি প্রবাসীদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
বক্তব্যে, নির্বাচন ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে বিএনপির কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
জিততে পারবে না জেনে, নির্বাচনে না এসে এখন নানা ষড়যন্ত্র করছে বিএনপি বলে অভিযোগ করেন তিনি।
দেশের অর্থনৈতিক অঞ্চলে, প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী ।
জার্মানি সফর শেষে সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
























