সিলেটে করোনা ডেডিকেটেড দ্বিতীয় সরকারি হাসপাতালের যাত্রা শুরু

- আপডেট সময় : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
করোনার হটস্পট হয়ে ওঠা সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পর রোগীদের সেবায় এবার করোনার দ্বিতীয় সরকারি হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করলো খাদিমপাড়া ৩১ শয্যার হাসপাতাল। প্রায় আড়াই হাজার অতিক্রম করা করোনা আক্রান্ত রোগীর এ জেলায় চিকিৎসার জন্য আগামী সপ্তাহে চালু হবে আরো একটি করোনা হাসপাতাল। ৫০ শয্যার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন করোনা রোগীরা।
সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে দুই হাজার ছাড়িয়েছে। কিন্ত করোনা রোগীদের চিকিৎসার জন্য ছিল ১০০ শয্যা বিশিষ্ট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। সেখানে আসন সংকটে দুর্ভোগের শেষ ছিলনা রোগীদের। সরকারি ব্যবস্থাপনায় আরো হাসপাতাল চালুর তাগিদে সিলেট কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা চিকিৎসায় চালু হয়েছে খাদিম পাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
হাসপাতালগুলোতে করোনা চিকিৎসা সেবা চালু করতে সার্বিক সহযোগিতা করছে সিলেট কিডনী ফাউন্ডেশন। পর্যাপ্ত জনবল নিয়োগ, অক্সিজেন সরবরাহ,এম্ব্যলেন্স সুবিধা,সেবাদানকারী চিকিৎসকদের আবাসন ব্যবস্থাসহ সব ধরনের আনুষাংগিক সুবিধা প্রদান করবে এই প্রতিষ্ঠানটি। খাদিমপাড়া হাসপাতালটিতে চিকিৎসা সেবার মান পর্যবেক্ষন করে করোনা চিকিৎসার জন্য আগামী সপ্তাহে চালু করার কথা রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট দক্ষিন সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকারি এই হাসপাতাল গুলোর পাশাপাশি সিলেটে বেসরকারিভাবে একটি মেডিকেল কলেজ এবং একটি ক্লিনিকে করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে।