এবার করোনা আক্রান্ত হয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
 - / ১৬০৯ বার পড়া হয়েছে
 
এবার করোনা আক্রান্ত হয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। দু’বার টেস্ট করিয়েছেন, দুইবারই করোনা পজিটিভ আসে তার।
ফলে খেলতে পারবেন না ইংলিশ লিগে লেস্টার এবং চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে পরের দুই ম্যাচে। মিশরের আফ্রিকান কাপ অফ নেশন্সের বাছাই পর্ব মিশনে ব্যস্ত ছিলেন লিভারপুল স্ট্রাইকার। টোগের বিপক্ষে হোম ম্যাচের আগে দুবার কোভিড পরীক্ষা হয়। সালাহর দুই টেস্টের ফল পজিটিভ এলেও, ছিলোনা করোনার কোনো লক্ষণ। স্কোয়াডের বাকী ফুটবলাররা অবশ্য নেগেটিভ। আপাতত সেলফ আইসোলশনে থাকতে হচ্ছে এই ২৮ বছর বয়সীকে। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে লিভারপুলের আট ম্যাচেই একাদশে ছিলেন সালাহ। করেছেন আট গোল।
																			
																		














