এবার ঈদের নামাজ ঘিরে নিরাপত্তা হুমকি নেই

- আপডেট সময় : ০৭:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
এবার ঈদের নামাজ ঘিরে নিরাপত্তা হুমকি নেই। তবে কোন গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন রেব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা বলেন। করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে চলমান সংকট বিবেচনায় এবার ঈদে সবাইকে বাইরে ঘোরাফেরা না করে, ঘরে থাকার আহ্বান জানান রেব মহাপরিচালক।
আসন্ন ঈদ-উল-ফিতর ও চলমান করোনা পরিস্থিতিতে রেব গৃহীত আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অনলাইন ব্রিফিং করেন রেব মহাপরিচালক। করোনা সংকটের মধ্যে ঈদের নামাজ ঘিরে কোনো ধরণের নিরাপত্তা হুমকি না থাকলেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত ঘিরে কঠোর নিরাত্তার পাশাপাশি রেবের গোয়েন্দা শাখা কাজ করছে বলে জানান তিনি।
করোনা সংক্রমণে এবারের ঈদে বাইরে ঘোরাফেরা বন্ধে বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে নজরদারি থাকবে বলেও জানান রেব প্রধান। ঈদের সময়ে রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।