এবারের শীতে লাখ লাখ আফগানকে অনাহারে থাকতে হবে : ডব্লিউএফপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৬৮০ বার পড়া হয়েছে
শিগগিরই জরুরি ব্যবস্থা না নিলে এবারের শীতে লাখ লাখ আফগানকে অনাহারে থাকতে হবে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি- ডব্লিউএফপি।
সংস্থাটি জানায়, আফগানিস্তানের মোট জনগোষ্ঠীর অর্ধেক, অর্থাৎ প্রায় আড়াই কোটি মানুষ ভয়াবহ খাদ্য সংকটে পড়তে চলেছে। তাছাড়া, পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু পুষ্টিহীনতায় পড়বে। ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, ‘আফগানিস্তান এখন বিশ্বে ভয়াবহ মানবিক সংকটে ভুগতে থাকা দেশগুলোর অন্যতম। ঘনিয়ে আসছে বিপর্যয়। গত আগস্টে তালেবান আফগানিস্তানের দখল নেয়। ফলে বিদেশি সাহায্য নির্ভর আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমা দেশগুলোর ত্রাণ প্রকল্প স্থগিত করা হয়েছে এবং বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও অর্থবরাদ্দ বন্ধ রেখেছে।