এবারের রমজানে প্রথমবারের মতো জামাতে জুমার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
এবারের রমজানে রাজধানীতে প্রথমবারের মতো জামাতে জুমার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। শুক্রবার ছুটির দিনে দুপুর ১২টার আগেই জুমার নামাজের জামাতে অংশ নিতে দলে দলে মসিজদে আসতে থাকেন তারা।
স্বাস্থ্যবিধি নেমে বায়তুল মোকাররকসহ ঢাকা প্রায় সব মসিজদে জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে’র ব্যবহার করার পাশাপাশি ভিতরে সামাজিক দুরত্ব বজায় রেখে জামাতে নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করেন মুসল্লিরা। এর আগে জুমার খুতবায় করোনা মহামারি থেকে মানব জাতিকে রক্ষায় পরম করুণাময় আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান ইমাম । মোনাজাতে মহামারী থেকে রক্ষায় মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভে দেশবাসীর শান্তি কামনা করা হয়।