এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০৫:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১৯৬৪ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত ‘QS World University Rankings 2026: Top Global Universities’ শীর্ষক তালিকায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর আজ বৃহস্পতিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে দেশের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়টি। গত বছরের তালিকায়ও একইভাবে দেশসেরা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
কিউএস QS র্যাঙ্কিং শিক্ষা, গবেষণা, বৈশ্বিক খ্যাতি, নিয়োগকর্তার মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতসহ বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে থাকে।
বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে এই স্বীকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



























