এফ এ কাপঃ কোয়ার্টার ফাইনালে ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পঞ্চম রাউন্ডের ম্যাচে ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়েছে রেডডেভিলরা।
অবশ্য ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমনাত্মক ছিলো ডার্বি কাউন্টি। একের পর আক্রমনে ব্যস্ত রাখে ম্যানউইর রক্ষণ ভাগকে। ধারার বিপরীতে সাফল্য পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৩৩ মিনিটে লুট শো’র গোলে লিড নেয় রেডডেভিলরা। পরের সময়টায় স্বাগতিকদের আর কোন সুযোগ দেয়নি সফরকারীরা। ৮ মিনিটের ব্যবধানে স্কোরলাইন দ্বিগুন করে ম্যানইউ। বিরতির পর আরো আগ্রাসী শোলশায়ার বাহিনী। তবে, একবারের বেশি প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি ম্যানইউ। ৭০ মিনিটে ওডিয়ন ইগহালুর কল্যাণে ৩-০ গোলের জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।
















