এন্টিগা টেস্টে ভাল অবস্থানে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
এন্টিগা টেস্টে ভাল অবস্থানে ইংল্যান্ড। জ্যাক ক্রলির শতকে চতুর্থ দিন শেষে ইংলিশদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১৭ রান।
হাতে ১ উইকেট ও ৩৭৩ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ২ রান তুলতেই অলআউট হয় ক্যারিবিওরা। দুটি করে উইকেট নেন বেন স্টোকস, জ্যাক লিচ ও ক্রেইগ ওভারটন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় ইংল্যান্ড। ৬ রান করে ফিরে যায় এলেক্স লিজ। তবে দ্বিতীয় উইকেটে জ্যাক ক্রলি ও জো রুটের ১৯৩ রানে জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ৮৪ রানে অপরাজিত জো রুট। টেস্টে নিজের দ্বিতীয় শতক তুলে নেন ক্রলি। ১১৭ রানে অপরাজিত আছে এই ইংলিশ ব্যাটার ।










